Download video: মিশা সওদাগর এবার নারীর বেশে নতুন ছবিতে । Misha Sawdagor Playing Female Role

Channel: Desi News

132,212

TIP: Right-click and select "Save link as.." to download video

Initializing link download... Initializing link download.....

SUBSCRIBE DesiNews 4 More Dhallywood News and Entertainment News!

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর প্রায় প্রত্যেক ছবিতেই নতুন রুপে হাজির হন। তাইতো অনেক সময় নায়কের চেয়ে তাঁকে দেখতেই হলে ভিড় জমান লাখ লাখ সিনেমা পাগল মানুষ। পরিচালক সাফি উদ্দিন সাফির নতুন মুভি “মিসড কল” এ মিশা সওদাগরকে দেখা যাবে এমনই একটি রুপে। অবিশ্বাস্য হলেও সত্যি এই ছবিতে সওদাগর সাহেবকে কে দেখা যাবে পুরোদস্তুর মেয়ের চরিত্রে।
এই প্রসঙ্গে তাঁর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বলেন, ‘চরিত্রের প্রয়োজনে একজন অভিনেতাকে অনেকভাবেই পর্দায় আসতে হয়। তাই মিসড কল ছবিতে ব্যতিক্রমী রুপে হাজির হয়েছি ক্যামেরার সামনে। পুরো ব্যাপারটি আমি খুব উপভোগ করছি।আশা করছি ছবিটি সবার ভালো লাগবে ’
এই ছবিরই শুটিং এর ফাঁকে খুনসুটিতে মেটে উঠেন নায়ক বাপ্পি ও মিশা। সম্প্রতি প্রকাশ হওয়া একটি ভিডিওতে দেখা যায় বাপ্পি মিশাকে সবার সাথে পরিচয় করে দিচ্ছেন আর মিশা যথারীতি তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে সবাইকে হলে এসে ছবিটি দেখার অনুরধ করছেন।